| রাত ৩:০৬ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আজ বিএনপির অবস্থান কর্মসূচি

লোক লোকান্তরঃ  বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার বিএনপির অবস্থান কর্মসূচি আজ রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে।

 

সোমবার রাতে বিএনপির দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। এছাড়া সারা দেশের জেলা ও মহানগরের নিজ নিজ সুবিধামত এই কর্মসূচি পালন করবে দলটি।

 

এতিমখানা দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। এছাড়া রায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে দশ বছর কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

 

এর প্রতিবাদে গত শুক্রবার সারাদেশে বিক্ষোভ করে দলটি। পরদিন শনিবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করা হয়। এছাড়া গতকাল সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে আজ অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

 

শুরুতে অবস্থান কর্মসূচির জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে স্থান নির্ধারণ করা হয়েছিল। পরে বিএনপির পক্ষ থেকে স্থান পরিবর্তনের কথা জানানো হয়।

সর্বশেষ আপডেটঃ ১০:৩৭ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ১৩, ২০১৮