| রাত ২:২৭ - মঙ্গলবার - ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পুলিশের দাঁত ভেঙে দিল জনতা

লোক লোকান্তরঃ  পাবনার সাঁথিয়ায় ইয়াবা ব্যবসায়ীকে আটক করতে গিয়ে দাঁত হারালেন শামীম হোসেন নামে এক পুলিশ সদস্য। পুলিশকে মারপিট করে হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে গেছে আসামি। গুরুতর আহত পুলিশ সদস্য শামীমকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়-

 

রোববার রাত ৯টার দিকে উপজেলার আতাইকুলা থানাধীন বনগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আ. অহেদ শামীম হোসেনকে নিয়ে সাঁথিয়া থানার বহলবাড়িয়ায় অভিযানে যান।পুলিশ উপজেলার বহলবাড়িয়া গ্রামের আ. গফুরের ছেলে আবুল হোসেনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

 

এ সময় আবুল হোসেনের হাতে হ্যান্ডকাফ পরানো মাত্রই আসামিরা সাদা পোশাকধারী পুলিশকে মারধর শুরু করে এবং কৌশলে ডাকাত বলে চিৎকার করতে থাকে। এ সময় এলাকাবাসী ও মাদক ব্যবসায়ীরা পুলিশ সদস্য শামীম হোসেনকে বেধড়ক পিটিয়ে আহত করে।

 

মারপিটে শামীমের একটি দাঁত ভেঙে ঠোঁট কেটে যায় ও নাক-মুখে রক্ত ঝরে। এদিকে অবস্থা বেগতিক দেখে এসআই আ. অহেদ ঘটনাস্থল থেকে দ্রুত কেটে পড়েন। পরে অতিরিক্ত পুলিশ এসে শামীমকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

আতাইকুলা থানার ওসি মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত পুলিশ সদস্যকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ আপডেটঃ ৭:১৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৫, ২০১৮