| রাত ১২:৫৯ - রবিবার - ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে সুদের টাকায় জীবন গেল বৃদ্ধের

লোক লোকান্তর:ময়মনসিংহের মুক্তাগাছায় টাকা আদায় করতে সুদ ব্যবসায়ীরা জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার পথে এক বৃদ্ধ মারা গেছেন। মৃত আব্দুস সামাদ উপজেলার সোনারগাঁওয়ের বাসিন্দা ছিলেন।

 

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিমপুর ইউনিয়নের সোনারগাঁও বাজারে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনারগাঁও বোর্ড বাজার ব্যবসায়ী কল্যাণ সংস্থার নিকট থেকে সুদ হিসেবে টাকা নেন সামাদ।

 

ইতোমধ্যে তিনি আসল টাকা পরিশোধও করেন। আজ সকালে তাকে সুদের টাকার জন্য চাপ দেয় সমিতির লোকজন। টাকা পরিশোধে সময় চাইলে তাকে চাপ প্রয়োগ করা হয়। পরে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যাচ্ছিল সমিতির লোকজন। পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

সেখানকার লোকজন বৃদ্ধের মৃত্যু নিশ্চিত জেনে পুলিশে খবর দেয়।ঘটনাস্থলে উপস্থিত মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। তবে, কি কারণে তার মৃত্যু হয়েছে- তা এখনও জানা যায়নি

সর্বশেষ আপডেটঃ ১১:১৯ অপরাহ্ণ | ডিসেম্বর ০২, ২০১৭