| ভোর ৫:৪৪ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ভালুকায় জমি জবর দখল প্রতিবাদে লাঠিসোটা নিয়ে শত শত গ্রামবাসীর বিক্ষোভ, সড়ক অবরোধ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ:ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে জমি জবর দখল ও রাস্তা বন্ধের প্রতিবাদে (১৯নভেম্বর) রোববার সকালে শত শত নারী-পুরুষ গ্রামবাসী লাঠিসোটা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে সীডষ্টোর সখিপুর সড়ক অবরোধ করে।

 

প্রায় দেড় ঘন্টা অবরোধ চলাকালে ওই সড়কে শত শত যানবাহন আটকা পরে জন দুর্ভোগের সৃষ্টি হয়। খবর পেয়ে ওই ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু, ভালুকা সহকারী কমিশনার ভূমি দীপায়ন দাস শুভ, ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশীদ ঘটনা স্থলে এসে বিক্ষুদ্ধ গ্রামবাসীকে বিষয়টি তদন্ত পূর্বক ফয়সালার আশ্বাস দিলে তারা অবরোধ উঠিয়ে নেয়।

 

বিক্ষুদ্ধরা জানায় ওই গ্রামে সমন্বিত বানিজ্যিক কৃষি খামারের পক্ষে হবিরবাড়ীর ভূমিদস্যু খ্যাত মো. মহিউদ্দিনের ছোট ভাই হাজী সালাউদ্দীন ও জনৈক শ্রমিকদল নেতা আবু হানিফের নেতেৃত্বে ১৮ নভেম্বর রাতে পাড়াগাঁও মৌজার ২৮৯ দাগের আব্দুর রশীদ দর্জি ও সিদ্দিকুর রহমানের প্রায় ১০ কাঠা জমির উপর দুই শতাধিক শসস্ত্র ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে পিলার গেড়ে জোর পূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করে।

 

রাতে সন্ত্রাসীদের ভয়ে এলাকাবাসী প্রতিবাদ করার সাহস পায়নি। তাদের অভিযোগ জমি জবর দখলের পাশাপাশি জন চলাচলের সরকারী রাস্তা বন্ধ করে দিয়েছে সালাউদ্দিন বাহীনি। এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে পাড়াগাঁওয়ের কয়েকশত নারী-পুরুষ সকলের হাতে জারু, লাঠি সোঠা নিয়ে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে।

 

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে হাজী সালাউদ্দীন জমি জবর দখলের ঘটনা অস্বীকার করে বলেন এলাকার লোকজনের কোন জমি দখল হয়নি বরং তারাই কয়েকশ ফলের গাছ কেটে ক্ষতি সাধন করেছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৯ অপরাহ্ণ | নভেম্বর ১৯, ২০১৭