| রাত ১২:৫৯ - রবিবার - ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে তিন ওষুধের দোকানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

লোক লোকান্তর: ময়মনসিংহের মুক্তাগাছায় তিনটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

 

বৃহস্পতিবার বিকালে উপজেলার ঘোগা ইউনিয়নের কালিবাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি হোমিও ফার্মেসি সিলগালা করে দেয়া হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে নিভা মেডিসিন কর্নার কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা, তালুকদার ফার্মাকে ১০ হাজার টাকা এবং ভোলানাথ মেডিসিন পয়েন্টকে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এসময় মাস্টার হোমিও হলটি বেআইনি পরিচালিত হওয়ায় তা সিলগালা করে দেয়া হয়।

 

অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজিব উল আহসান। এসময় ময়মনসিংহ জেলা ড্রাগ সুপার সাখাওয়াত হোসেন রাজু উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১০:৪৪ অপরাহ্ণ | নভেম্বর ১৬, ২০১৭