| সকাল ৬:২৭ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পুরান ঢাকার মাতালেন সাকিব-আফ্রিদি-পোলার্ডরা

লোক লোকান্তরঃ  অনাকাঙ্ক্ষিত `নভেম্বর রেইনে’র প্রভাব পড়েছে খেলার মাঠে। বুধবার থেকে ঝরে যাওয়া বৃষ্টির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেও গুড়ি-গুড়ি বৃষ্টি। বিপিএলের কোনো খেলাও নেই। সময়টা একটু অন্যভাবে কাটালেন ঢাকা ডায়নামাইটসের তারকারা।

 

এমন আবহাওয়ার মধ্যেও পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা লালবাগ কেল্লার সামনে গলি ক্রিকেট খেলে দর্শক মাতিয়ে রাখলেন বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের ক্রিকেটাররা। আর হাতের নাগালে সাকিব, আফ্রিদি, সাঙ্গাকারা, পোলার্ডদের পেয়ে দারুণ একটি বিকেল কাটিয়েছেন পুরান ঢাকাবাসী।

 

 

সাকিব আল হাসান থেকে শুরু করে শহীদ আফ্রিদি, এভিন লুইস, কুমার সাঙ্গাকারা, কাইরন পোলার্ড, সুনীল নারাইন, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনিরা গলি ক্রিকেট খেলে মাতিয়ে রেখেছিলেন পুরান ঢাকার ক্রিকেটমোদীদের। এই ম্যাচে সাকিব-আফ্রিদিদের প্রতিপক্ষ ছিল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওমেরা এলপিজি।

 

সাকিব, সাঙ্গাকারা, পোলার্ড, আফ্রিদিদের দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় কিছুক্ষণ পর পর বৃষ্টি কোনো কিছুই থামাতে পারেনি এই ম্যাচটি। প্রথমে ব্যাট করতে নেমে সাকিবরা প্রতিটি বলকেই বাউন্ডারিতে পাঠাতে ব্যস্ত হয়ে পড়েন। দর্শকরাও চাচ্ছিলেন প্রতিটি বলই যেন আছড়ে পড়ে মাঠের বাইরে। তাতে উপস্থিত দর্শকের লাভ। কারণ বলটি যে ধরতে পেরেছেন সেটাই তার হয়ে গেছে।

 

চার-ছয়ে দর্শক মাতিয়েছেন পাকিস্তান অলরাউন্ডার শহীদ আফ্রিদিও। এমন আয়োজনে আফ্রিদিও মুগ্ধ হয়ে বলেন, ‘বেশিরভাগ ক্রিকেটারই এ ধরনের ক্রিকেট দিয়ে তাদের ক্যারিয়ার শুরু করেছে। আমার মনেহয় এমন আয়োজনের জন্য আমাকে অবশ্যই ঢাকার মালিক, কোচ, ম্যানেজম্যান্টসহ সবাইকে কৃতিত্ব দিতে হবে। আমার মনে হয় এটা দারুণ একটি উদ্যোগ এবং এটা নিয়মিতভাবে আয়োজন করা উচিত।’

 

আফ্রিদি বলেন, ‘এটা শুধু ক্রিকেটের ব্যাপার না। আমরা নির্দিষ্ট গোষ্ঠিতে বাস করি বলে সামাজিকতার ব্যাপার থাকে। যেখানে আমাদের অনেক ভক্ত আছে। ভক্তরা তাদের প্রিয় ক্রিকেটারকে দেখতে চায়। আমি সব সময়ই বাংলাদেশে ক্রিকেট খেলতে ভালবাসি। এটা আমার দ্বিতীয় ঘর। এখানকার মানুষদের কাছ থেকে সব সময়ই আমি সমর্থন, সম্মান ও ভালবাসা পাই। এখানকার খাবার পাকিস্তানের মতোই।’

 

অসাধারন এক বিকেল কাটানোর পর ডায়নামাইটস দলপতি সাকিব আল হাসান জানান, ‘এবারও আমরা শিরোপা জিততে চাই। দর্শকদের অনুরোধ করছি আপনারা আপনাদের সাপোর্ট অব্যাহত রাখবেন।’

 

ম্যাচ শেষে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাট, বল, ক্যাপ এবং জার্সি বিতরণ করেন ঢাকা ডাইনামাইটসের খেলোয়াড়রা।

 

ছবিঃ সংগৃহীত

সর্বশেষ আপডেটঃ ১০:১৯ অপরাহ্ণ | নভেম্বর ১৬, ২০১৭