| সকাল ৬:০৫ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মাভাবিপ্রবি’তে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪

লোক লোকান্তরঃ   টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

 

২৯ অক্টোবর রোববার দিবাগত রাত দেড়টায় শাখা ছাত্রলীগের সভাপতি সজিব তালুকদার ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সমর্থকদের এ সংঘর্ষ ঘটে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনিসুর রহমান নামে একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সাধারণ সম্পাদকের সমর্থকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতির রুম ভাংচুর করে। এতে চারজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় গ্রুপের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান প্রক্টর সিরাজুল ইসলাম।

সর্বশেষ আপডেটঃ ৮:২২ পূর্বাহ্ণ | অক্টোবর ৩০, ২০১৭