| সকাল ৮:১৩ - শুক্রবার - ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

লোক লোকান্তরঃ  ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ভর্তির পরীক্ষার আবেদন ০১ অক্টোবর হয়ে শুরু হয়ে চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

 

বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর (রোববার) থেকে শুরু হবে যা ২২ নভেম্বর (বুধবার) পর্যন্ত চলবে।

 

উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান জানান, ১৯ নভেম্বর ‘ক’ ইউনিট, ২০ নভেম্বর ‘খ’ ইউনিট, ২১ নভেম্বর ‘গ’ ইউনিট এবং ২২ নভেম্বর ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক ইউনিটে আবেদন করতে ৬০০/=(ছয়শত) টাকা প্রদান করতে হবে।

 

ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd)- এ প্রদান করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৫:৩০ পূর্বাহ্ণ | অক্টোবর ০২, ২০১৭