| সকাল ৯:৫৯ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চিংড়িতে জেলি’ পুশের অভিযোগে চারজনের কারাদণ্ড

লোক লোকান্তর : খুলনায় চিংড়িতে জেলি পুশ করার অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

 

২২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় অভিযানকালে এ দণ্ড দেন তিনি। সে সময় সাড়ে ৩৭ মণ চিংড়ি জব্দ করা হয়েছে।

 

ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় নগরীর নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী।

 

অভিযান চলাকালে ইরান ফিশ এন্টারপ্রাইজ ও মাসুমা ফিশ এন্টারপ্রাইজ আড়তে চিংড়িতে জেলি পুশ করার সময় কয়েকজনকে হাতেনাতে ধরা হয়। এতে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

ইরান এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মাসুমা এন্টারপ্রাইজের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য বলা হয়েছে।
অভিযানকালে জেলি পুশ করা ১৩০০ কেজি চিংড়ি এবং জেলি পুশহীন ২০০ কেজি চিংড়ি জব্দ করা হয় বলেও জানান ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

সর্বশেষ আপডেটঃ ১২:০৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৪, ২০১৭