| সকাল ১১:২৯ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ত্রিশালে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রায় মহাসড়ক যানজট মুক্ত রাখার উদ্যোগ-ইউএনও-ওসি’র বিশেষ অভিযান

এইচ.এম. জোবায়ের হোসাইন, ত্রিশাল : পবিত্র ঈদুল আয্হা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা উপহার দেয়ার জন্য বিশেষ অভিযানে নেমেছেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন ও ত্রিশাল থানার অফিসার ইনচার্জ জাকিউর রহমান।

 

নিয়মিত ভাবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তাঁরা। জানাযায়, বুধবার বিকাল ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসষ্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাড়িয়ে থাকা ভ্যান, সিএনজিসহ অন্যান্য সকল যানবাহন মুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন।

 

এসময় ত্রিশাল থানার অফিসার ইনচার্জ জাকিউর রহমান সাথে ছিলেন। মহাসড়ক থেকে এ সকল যানবাহনগুলো সড়ে যাওয়ার ফলে অনেকটাই ফাঁকা হয়ে আছে মহাসড়কটি। দুরপাল্লারকোন গাড়ীগুলোতে যানজটের বিড়ম্বনায় পড়তে হবে না আর।

 

অপরদিকে মহাসড়ক থেকে ভ্যান, সিএনজি ও অটোরিক্সাগুলো সরিয়ে দেয়ার ফলে দুর্ঘটনা থেকেও রক্ষা পাবে সকল শ্রেণীর জনসাধারন।

 

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন জানান, আসন্ন পবিত্র কোরবানি ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা উপহার দেয়ার লক্ষ্যে আমরা এমন উদ্যোগ নিয়েছি।

 

ত্রিশাল থানার অফিসার ইনচার্জসহ আমরা সবাই ত্রিশাল-ময়মনসিংহ হাইওয়েতে অভিযান পরিচালনা করেছি। বাসষ্ট্যান্ড মোড়টিকে যানজট মুক্ত রাখার উদ্দেশ্যেই দীর্ঘক্ষণ সেখানে অভিযান চালানো হয়। এ অভিযান নিয়মিতভাবে চলবে।

সর্বশেষ আপডেটঃ ১০:০১ অপরাহ্ণ | আগস্ট ৩০, ২০১৭