| সকাল ৬:০১ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ঈদ-উল আযহা উপলক্ষে আইন শৃংখলা নিয়ন্ত্রন বিষয়ে পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত

শাহ আলম উজ্জ্বল,ময়মনসিংহ প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ময়মনসিংহে আইন শৃংখলা নিয়ন্ত্রন বিষয়ে পরিবহন মালিক-শ্রমিক,গরুর হাটের ইজাদার ও ব্যাবসায়ীদের সাথে পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের সন্মেলন কক্ষে গতকাল শনিবার দুপুরে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আইন শৃংখলা নিয়ন্ত্রন বিষয়ে পরিবহন মালিক-শ্রমিক,গরুর হাটের ইজাদার ও ব্যাবসায়ীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় পরিবহন মালিক-শ্রমিক,গরুর হাটের ইজাদার ও ব্যাবসায়ীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম তার বক্তব্যে বলেন পবিত্র ঈদ-উল আযহা ধর্মীয় ভাবগাম্বভীর্যের মাধ্যমে উদযাপন ও নিরবিগ্নে  জেলার বিভিন্ন হাট-বাজারে গরু বেচা-কেনার লক্ষে পর্যাপ্ত পুলিশী নিরাপত্তার ব্যবস্থা এবং মানুষের চলাচলা ও নিরাপদ ভাবে বাড়ি ফেরার নিশ্চিত করতে মহা সড়ক ও আঞ্চলিক সড়ক গুলোতে যানজট নিরসন ও নিয়ন্ত্রনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন, বাস স্ট্যান্ড গুলোতে ওয়াচ টাওয়ার ও পুলিশ কন্টোল রুম স্থাপন,মলম পার্টি, ছিনতাইকারীদের গ্রেফতারের পোষাকধারী ও সাদা পোষাকধারী পুলিশী টহল বাড়ানো হবে।

 

মত বিনিময় সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম,এস এ নেওয়াজী পিপিএম, জয়িতা শিল্পী ও সীমা সরকারসহ জেলার সকল থানার ওসি এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতা ,গরুর হাটের ইজাদার ও ব্যাবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১২:৩০ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০১৭