| সকাল ৬:৪৬ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ভারতের ধর্মগুরু ধর্ষণে অভিযুক্ত

লোক লোকান্তর : ধর্ষণে অভিযুক্ত হয়েছেন ভারতের স্বঘোষিত বাবা ও বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম। এজন্য রাজ্য দু’টিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় নেমেছে ৫৭ হাজার পুলিশ। রাজ্য সশস্ত্র পুলিশের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীও। সেনাবাহিনীকেও তৎপর থাকতে বলেছে প্রশাসন।

 

গতকাল শুক্রবার দেওয়া এক রায়ে আদালত জানায়, গত সোমবার তার ব্যাপারে চূড়ান্ত রায় জানানো হবে। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে পাঞ্জাব আর হরিয়ানা রাজ্য দু’টিতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ১৫ বছর আগে নিজের আশ্রমেই দু’জন নারী ভক্তকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 

রাম রহিমের লাখ লাখ ভক্ত আইন অমান্য করে আন্দোলন করতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। কারণ এর আগেও তার ভক্ত-অনুসারীরা দাঙ্গা-হাঙ্গামা বাঁধিয়েছিল বলে অভিযোগ রয়েছে। গুরমিত রাম রহিমের ধর্মীয় সম্প্রদায়ের নাম তার আশ্রমের নাম অনুসারেই ডেরা সাচ্চা সৌদা। বিবিসির মতে, তাদের অনুসারীর সংখ্যা পাঁচ কোটি।

 

হরিয়ানার সিরসা শহরে ওই হাই-টেক আশ্রমটি অবস্থিত। দুই রাজ্যের মধ্যে দিয়ে চলাচল করে এমন দু’শোরও বেশী ট্রেন পরবর্তী তিনদিনের জন্য বাতিল করে দেওয়া হয়েছে। সব স্কুল-কলেজ আর প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আগামি ৭২ ঘণ্টা মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। পাঁচকুলা আর চন্ডীগড়ের স্টেডিয়াম ও স্কুলগুলিকে প্রশাসন নিজেদের দখলে নিয়ে অস্থায়ী কারাগার তৈরি করেছে, যাতে প্রচুর সংখ্যায় ওই ‘গুরুজি’র ভক্তদের গ্রেফতার করতে হলে তাদের রাখার ব্যবস্থা করা যায়।

 

হরিয়ানার যে পাঁচকুলা শহরের আদালত আজ ওই রায় দেবে, তার কাছাকাছি ওই ধর্মগুরুর প্রায় ৪০ হাজার সমর্থক জড়ো হয়েছেন। গোটা শহরে দেড় লাখেরও বেশি ভক্ত ও সমর্থক গত কয়েকদিন ধরে পৌঁছেছেন। অনেকেরই হাতে রয়েছে মোটা বাঁশের লাঠি বা হকিস্টিক। প্রশাসন প্রথমে ভক্তদের বিপুল সংখ্যায় জমায়েত নিয়ে ব্যবস্থা না নিলেও গত বৃহস্পতিবার পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের নির্দেশে রাত থেকে নিরাপত্তার কড়াকড়ি করে। এজন্য চ-ীগড়-পাঁচকুলা পৌঁছানোর সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়, তল্লাশি চলতে থাকে প্রতিটা গাড়িতে। রাতভর পুলিশ কর্মকর্তারা মাইক হাতে রাস্তায় ঘুরে বেরিয়েছেন জমায়েত হওয়া ভক্তদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে।

 

অনেক রাতে গুরমিত রাম রহিমের একটি ভিডিও বার্তা ইন্টারনেটে প্রকাশ করা হয়, যাতে তিনি শান্তি বজায় রাখার এবং ভক্তদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তবে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় বেশিরভাগ ভক্তর কাছেই সেই বার্তা পৌঁছায়নি বলে প্রশাসন মনে করছে। গতকাল শুক্রবার সকালে ২০-২৫টি গাড়ির বহর নিয়ে নিজের আশ্রম থেকে রওনা হয়েছেন গুরমিত রাম রহিম।

 

সঙ্গে রয়েছে তার নিজস্ব কমান্ডো বাহিনী। গত বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রতি সমর্থন দিয়েছিলেন গুরমিত রাম রহিম হরিয়ানা। বিজেপির অনেক নেতা-মন্ত্রী-সংসদ সদস্যই ওই ধর্মগুরুর সঙ্গে ঘনিষ্ঠতার কথা সামাজিক মাধ্যমে নানা সময়ে প্রকাশ করেছেন। ভারতের অজ¯্র গডম্যান বা ধর্মগুরুর মধ্যেও বাবা রাম রহিমের ব্যতিক্রম।

 

তিনি একাধারে ধর্মপ্রচারক, সমাজ সংস্কারক গায়ক, সিনেমার নায়ক ও পরিচালক। সেই সব চলচ্চিত্রে নানা রকম স্টান্ট দেখান তিনি। হরিয়ানার সিরসায় তার ডেরা সাচ্চা সৌদা আশ্রমের প্রাঙ্গণে নিয়মিত বসে পপ কনসার্ট। সেখানে গান রাম রহিম সিং নিজেই।তার তুমুল জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ইউ আর মাই লাভ চার্জার’।

 

‘এমএসজি: মেসেঞ্জার অব গড সিরিজে’র যে সিনেমাগুলোতে বাবা রাম রহিম নিজেই নায়ক গুরুজির অভিনয় করেছেন, হাজার হাজার গাড়ির কনভয় নিয়ে সেই ছবি দেখতে এসে তাঁর ভক্তরা একাধিকবার দিল্লির কাছে গুরগাঁও অচল করে দিয়েছেন! শিখ, হিন্দু, মুসলিম সব ধর্মের চেতনার মিশেলেই তৈরি হয়েছে তাঁর ধর্মীয় সম্প্রদায়।

সর্বশেষ আপডেটঃ ১২:০২ পূর্বাহ্ণ | আগস্ট ২৬, ২০১৭