| সকাল ৮:০৫ - রবিবার - ১লা সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে সফর, ১৪৪৬ হিজরি

জাতীয় পরিচয় পত্রে ভুল করা যাবে না -ফুলবাড়িয়ায় চলমান ভোটার হালনাগাদ পরিদর্শনে – ইসি সচিব

মো: সুরুজ্জামান, ফুলবাড়িয়া :  নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহাম্মেদ বলেছেন, জাতীয় পরিচয়পত্র অতীব গুরুত্বপূর্ণ, এর তথ্যগুলো সাবধানতার সাথে পূরণ করতে হবে। কাজ দ্রুত করারও পরামর্শ দেন তিনি।

 

মঙ্গলবার বিকাল ৪টায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১০নং কালাদহ ইউনিয়ন পরিষদে চলমান ভোটার হালনাগাদ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি ডাটা এন্টি অপারেটরদের উদ্দেশ্যে এসব কথা বলেন। কথা বলেন নতুন ভোটারদের সাথে।

 

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আজিজুর রহমান, নির্বাহী অফিসার লীরা তরফদার, জেলা নির্বাচন কমকর্তা, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান এড. ইমদাদুল হক সেলিম, থানা অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো: নুরুল ইসলাম মাস্টার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ আপডেটঃ ৭:১২ অপরাহ্ণ | আগস্ট ২২, ২০১৭