| ভোর ৫:৫০ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহের ত্রিশালে বাল্যবিয়ে প্রতিরোধের শপথ নিল শিক্ষার্থীরা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় বাল্যবিয়ে প্রতিরোধের শপথ নিলেন শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার দুপুরে স্থানীয় মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানে অধ্যক্ষ সেলিমুল হক তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) আল আমীন।

 

ইংরেজী প্রভাষক আবুল বাসারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি জাকিউর রহমান, ভাইস প্রিন্সিপাল শফিকুল ফেরদৌস, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান প্রমূখ। এ সময় জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধ ও কুফল বিষয়ক জেলা পুলিশের তত্বাবধানে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

 

এছাড়াও বিডি পুলিশ হেল্প লাইন অ্যাপ্স এর মাধ্যমে সমাজে অপরাধ প্রবনতারোধে পুলিশকে সহায়তা ও তথ্য প্রদান বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শিত হয়।

সর্বশেষ আপডেটঃ ৬:৫৬ অপরাহ্ণ | আগস্ট ২২, ২০১৭