| ভোর ৫:২৩ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ডিবি অভিযানে ইনজেকসনসহ আটক ৩

লোক লোকান্তর : শনিবার রাতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি অভিযানে ১২০টি নেশাজাতীয় ইনজেকশনসহ ৩ জনকে আটক করেছে। আটক কৃত আসামী হলো মাহামুদুল হাসান(৩৫), মো: এহছানুল হক (২৫), জুয়েল মৃধা।

 

জানাযায়, গত শনিবার রাতে ময়মনসিংহ ফুলপুর এলাকায় মাদক দ্রব্য বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা সংস্থা ডিবি। জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ওসি আশিকুর রহমমান গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ময়মনসিংহ জেলা ফুলপুর থানাধীন কাজিয়াকান্দা মাদক ক্রয় বিক্রয় হচ্ছে।

 

এ খবর পাওয়া মাত্র জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ওসি নির্দেশে এসআই জাকির হোসেন ও এএসআই ফারুক নেতেৃত্বে সংগ্রীয় ফৌর্স নিয়ে বিশেষ অভিযান করে ১২০ পিচ ইনজেকশনসহ ফুলপুর কাজিয়াকান্দা গ্রাম থেকে তাদের আটক করেন।

 

তারা দীর্ঘদিন যাবত ফুলপুর এলাকায় মাদকের ব্যবসা জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করেছে।ডিবি ওসি আশিকুর রহমান বলেন, ১২০ পিচ ইনজেকশনসহ তাদের গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে মাদক আইনে ফুলপুর থানায় মামলার প্রস্তুতি চলছে

সর্বশেষ আপডেটঃ ১০:২৩ পূর্বাহ্ণ | আগস্ট ২১, ২০১৭