| সকাল ৯:৩৪ - রবিবার - ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ফুলপুরে ৩ সফল মৎস্য চাষিকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান

ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে “মাছচাষে গড়বো দেশ বদলে দেব বংলাদেশ” শ্লোগানে শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। গতকাল সোমবার (২৪ জুলাই) উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে মৎস্য সপ্তাহের মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠানে ফুলপুরে মৎস্য সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৩ জন সফল মৎস্য চাষিকে সম্মাননা স্মারক ও পুরস্কার দেয়া হয়।

 

সম্মাননা স্মারক ও পুরস্কার প্রাপ্ত সফল মৎস্য চাষিরা হলেন পাবদা-কার্প মিশ্র চাষে সাংবাদিক মোঃ নুরুল আমিন, তেলাপিয়া-কার্প মিশ্র চাষে কামরুল ইসলাম ও গুলশা-কার্প মিশ্র চাষে মোঃ বদরুজ্জামান।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সফল মৎস্য চাষিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তোলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সুকল্প দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রানা মিয়া, খামার ব্যবস্থাপক আব্দুল হালিম, সাপ্তাহিক ফুলপুরের নির্বাহী সম্পাদক মোঃ খলিলুর রহমানসহ  উপজেলার মৎস্য চাষিগণ।

সর্বশেষ আপডেটঃ ৯:২৬ অপরাহ্ণ | জুলাই ২৪, ২০১৭