| সকাল ৬:০০ - রবিবার - ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন”

ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ দেশ ব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে ময়মনসিংহের ফুলপুরে রবিবার ১১৯ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পরিবারের বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।ফুলপুর পৌর এলাকার চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন করে  এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন  সহকারি উপজেলা শিক্ষা অফিসার রতন দাস, সাইফুল মালেক, মাজেদুল ইসলাম, মীর দেলোয়ার হোসেন, আরিফ রব্বানি, হেলাল উদ্দিন, চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক, সহকারি শিক্ষক রইছ উদ্দিন, রুহুল আমিন, কামরুন নাহার সুইটি, আখতারা ইয়াসমীন, সাপ্তাহিক ফুলপুরের নির্বাহী সম্পাদক মোঃ খলিলুর রহমান, সাংবাদিক বিল্লাল হোসাইনসহ এসএমসি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

প্রাথমিক শিক্ষা পরিবারের বৃক্ষরোপন কর্মসূচীতে ফুলপুর উপজেলায় ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ে ৭১৩ জন শিক্ষক ও ৪৪ জন দপ্তরী কাম নৈশ প্রহরী নিজ নিজ বিদ্যালয়ে একটি করে গাছ রোপন করেন বলে উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান  জানান।

সর্বশেষ আপডেটঃ ৬:০৪ অপরাহ্ণ | জুলাই ২৩, ২০১৭