| সকাল ৮:৫৪ - শুক্রবার - ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় টানা তিন দিন বৃষ্টির সম্ভাবনা

লোক লোকান্তরঃ  শুক্রবার ছুটির দিন সকাল থেকেই চলছে বৃষ্টি। ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বা মুশলধারে বৃষ্টি হচ্ছে।

 

আবহাওয়ার অধিদপ্তর বলছে, এই বৃষ্টি হতে পারে টানা তিন দিন। এরপর বৃষ্টি থামলেও শুকনো দিন থাকবে অল্প কয়েকদিন মাত্র।

 

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় বিরাজ করছে।

 

এসব কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

সেই সঙ্গে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

 

অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, ‘এখন বর্ষাকাল, বৃষ্টি চলতেই থাকবে। মাঝেমধ্যে ভাল আবহাওয়া যাবে।’

 

তবে বৃষ্টি হলেও আপাতত কালবৈশাখী ঝড় বা সাগরে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন এই কর্মকর্তা। সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেতও নেই তাদের।

সর্বশেষ আপডেটঃ ৪:৩৬ অপরাহ্ণ | জুন ১৬, ২০১৭