| দুপুর ২:২৬ - রবিবার - ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বাল্যবিয়ের খবর দিলেই ৫০ টাকার রিচার্জ !

নাটোরের গুরুদাসপুর উপজেলার ৫১ জন গ্রাম পুলিশ সদস্য বাল্যবিয়ের খবর দিলেই তারা মুঠোফোনে ৫০ টাকার রিচার্জ পাবেন বলে জানিয়েছেন ওই এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।

 

মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে গ্রাম পুলিশদের সাপ্তাহিক সমাবেশে এ কথা জানান তিনি।

 

মনির হোসেন বলেন, “উপজেলার প্রত্যন্ত অঞ্চলে নানাভাবে বাল্যবিয়ের ঘটনা ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে সব সময় নজরদারি করা সম্ভব হয় না। উপজেলার ছয়টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে একজন করে গ্রাম পুলিশ রয়েছেন। এসব সদস্যকে কাজে লাগিয়ে ভালো একটা সুফল পাওয়া যেতে পারে। গ্রাম পুলিশের সদস্যরা যেহেতু গরিব ও স্বল্প বেতন পান। তাই বিষয়টি বিবেচনা করে তাদের জন্য ৫০ টাকা করে রিচার্জ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।”

 

তিনি আরও বলেন, “প্রথম মাসে যে ভালো করবে, পরের মাসে সেই সদস্যের মুঠোফোনে আরও ৫০ টাকা বৃদ্ধি করে ১০০ টাকার রিচার্জ দেয়া হবে।”

 

এ সময় সমাবেশে উপস্থিত কয়েকজন গ্রাম পুলিশ জানান, এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে আন্তরিকভাবে ব্যবহার করা হয়নি। ৫০ টাকার রিচার্জ বড় কথা নয়, ভালো আচরণ আর দিক নির্দেশনাই বড় কথা। এখন থেকে তারা আন্তরিকভাবে দায়িত্ব পালনসহ প্রশাসনের নির্দেশনা মেনে চলবেন।

সর্বশেষ আপডেটঃ ৭:০১ অপরাহ্ণ | মে ১৬, ২০১৭