| সকাল ৭:৩৩ - রবিবার - ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ফুলপুর পৌরসভায় রাস্তা উন্নয়নের নামে ভোগান্তি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :   ফুলপুর পৌরসভার চরপাড়া গ্রামের একটি রাস্তা উন্নয়নের নামে জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

জানা যায়, প্রায় ১৫ বছর আগে ফুলপুর পৌরসভার গঠন হয়। চরপাড়া হয়ে সঞ্চুর গ্রামে যাতায়াতের গুরুত্বপুর্ণ সড়কটির কোন উন্নয়ন হয়নি।

 

প্রায় ১ মাস আগে রাস্তাটি পাঁকাকরণ করতে গর্ত করা হয়। এরপর থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান নিখোঁজ রয়েছে। এদিকে বিগত বিভিন্ন বর্ষণে গর্তে পানি জমে রাস্তায় মারাত্মক কাঁদার সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষ যাতায়াতের চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

 

এ রাস্তা দিয়ে এলাকার লাখ লাখ মণ ধান বাজারজাত হয়ে থাকে। কর্তৃপক্ষের উদাসীনতায় কৃষকগণ ধান বাজারে এনে বিক্রি করতে না পেরে অনেকে মানবেতর জীবন যাপন করছেন।

 

আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আকবর আলী আহসান জানান, ভারী জিনিসপত্র ও রোগী নিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

সর্বশেষ আপডেটঃ ৪:১৪ অপরাহ্ণ | মে ১৬, ২০১৭