| দুপুর ১২:০১ - রবিবার - ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ওজনে প্রতারণা করায় চার ধান ব্যবসায়ীকে জরিমানা

লোক লোকান্তরঃ  ময়মনসিংহে কৃষকের কাছ থেকে ধান ওজনে বেশি নিয়ে প্রতারণার অভিযোগে চার ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার বিকালে জেলার ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ দেলোয়ার হোসেন।

 

চার ধান ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, হাবিব,  রহমান, আমজত আলী ও সাহেদ আলী।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন কৃষকের সাথে এই ব্যবসায়ীরা প্রতারণা করে ওজনে ধান বেশি নেয়ার বিষয়টি উত্থাপন করেন। পরে সভায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং ভ্রাম্যমাণ আদলতের অভিযানের সিদ্ধান্ত হয়। অভিযানকালে তাদের ওজন পরিমাপের পাথরে গরমিল পাওয়া যায়।

সর্বশেষ আপডেটঃ ৫:৫৬ পূর্বাহ্ণ | মে ১০, ২০১৭