| দুপুর ১২:০১ - রবিবার - ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ঝড়ে মসজিদ উড়িয়ে নিলেও অক্ষত ছিল কোরআন

লোক লোকান্তরঃ  ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ঝড়ে মসজিদ উড়িয়ে নিলেও অক্ষত ছিল কোরআন শরিফ।

 

বুধবার রাত ৮টা ৩২ মিনিটে  ধোবাউড়া বিভীন্ন গ্রামের উপর দিয়ে ঝড়ে ও  শিলা বৃষ্টি হয়েছে।

 

এ ঝড়ে ও  শিলা বৃষ্টি ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ঘর-বাড়ী, বিভীন্ন প‍্রতিষ্টান, বিদ্যুতের খুটি ভেঙ্গে ফেলা সহ গাছপালার ক্ষতি হয়েছে ।এদিকে ঝড়ে ধোবাউড়া মার্কাজ মসজিদ সম্পুন উড়িয়ে নিয়ে গেলেও পশ্চিমের পাশের টিনের রেড়া ও কোরআন শরিফ উড়ে যায়নি।

 

প্রচন্ড বৃষ্টি হলেও কোরাআন শরীফে এক ফোটা পানি পরেনি।এসময় মসজিদের এশারের নামাজরত মুসুল্লিদের কে আল্লাহ হেফাজত করেন । ঝড়ে মসজিদের সকল টিন, সিমেন্টর খুটি উড়িয়ে নিলেও মসজিদের ভিতরে তাকা  মুসুল্লিদের কারও কোন আঘাত লাগেনি।

 

এলাকাবাসী এ বিষয়টিকে পরম করুণাময় আল্লাহ তা’আলার অশেষ কুদরত মনে করছেন। এ দৃশ্য দেখতে অনেক লোকের ভিড়ও জমে ঘটনাস্থলে।

সর্বশেষ আপডেটঃ ৪:৩৩ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০১৭