| দুপুর ২:৩৪ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে বর্ণিল-বণার্ঢ্য মঙ্গল শোভাযাত্রা(ভিডিও)

নিজস্ব প্রতিবেদকঃ  ১৪২৪ নববর্ষ বরণে বিভাগীয় নগরী ময়মনসিংহে ব্যাপক আয়োজন করা হয়েছে। নগরীর ঐতিহ্যবাহী মুকুল নিকেতন স্কুল থেকে সকাল  ৮.৪০ এর সময় হাজার হাজার লোকের অংশ গ্রহণে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হবে। ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় বর্ষবরণ উৎসব উদযাপন পর্ষদ এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

 

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় শহরের স্টেশনরোড থেকে বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রায় ৩ কিলোমিটার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।

 

মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।

 

এসময় জাপার প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, বিভাগীয় কমশিনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পৌর মেয়র ইকরামুল হক টিটুসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শোভাযাত্রাটি নগরীর স্টেশন রোড হয়ে গাঙ্গিনাপার, নতুনবাজার, জিলা স্কুল, টাউনহল  প্রদক্ষিণ শেষে ব্রক্ষপুত্র নদের তীরে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।

 

পরে বৈশাখী মঞ্চে নববর্ষে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হবে।

 

নগরবাসীর নজর কাড়তে মঙ্গল শোভাযাত্রায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যের ও হারিয়ে যাওয়া সবকিছু জীবন্ত রূপে ফুটিয়ে তুলা হয়। জেলে, তাঁতি, করাতি, নাপিত, কুলি, পালকি, কলসী কাধে গায়ের বধু, বেদে বৌদ্দ ভিক্ষুক, ইমাম, ডাকহরকরা, গরুর গাড়ি, রবযাত্রী, নাইওরী, বিয়ের গীত, পুথি পড়া, মুক্তিযুদ্ধের চিত্র ,বাংলার জীবন প্রবাহের দৃশ্যপট, অশ্বারোহী সৈন্য-সামন্ত, মাছ ধরার জালসহ জেলে, ঢেঁকিতে ধান ভাঙ্গার দৃশ্য, মাঝি, তাঁতি, কামার, কুমার, ধনুকর, ধর্মযাজক, ভিক্ষুকসহ অনেককিছু। এসময় রাস্তার দু’ধারে শতশত উৎসুক নগরবাসী ভীড় জমান।

 

পরে জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

ভিডিওঃ

সর্বশেষ আপডেটঃ ২:৫৮ অপরাহ্ণ | এপ্রিল ১৪, ২০১৭