| ভোর ৫:৪৮ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,বালু উত্তোলনের ৩টি খনন যন্ত্র ধ্বংস

শেরপুর সংবাদদাতা:    শেরপুরের ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনের তিনটি খননযন্ত্র ধ্বংস করেছেন।

 

৮ এপ্রিল শনিবার সন্ধ্যায় ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম এ জেড এম শরীফ হোসেন উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী গান্ধিগাঁও গ্রামের পাহাড়ি ঝোড়ায় এ অভিযান পরিচালনা করেন।
 

উপজেলা প্রশাসন ও আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত একটি অসাধু চক্র ঝিনাইগাতীর সীমান্তবর্তী বিভিন্ন পাহাড়ি নদী ও ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন-এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে নির্বাহী হাকিম এ জেড এম শরীফ হোসেনের নেতৃত্বে গান্ধিগাঁও গ্রামের পাহাড়ি ঝোড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।

 

এ সময় আদালত বালু উত্তোলনের তিনটি খননযন্ত্র জব্দ করে তা ধ্বংস করে দেন। তবে আদালতের উপস্থিতি টের পেয়ে এ সময় অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। অভিযান পরিচালনাকালে নকশী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা আদালতকে সহযোগিতা করেন।
 

ঝিনাইগাতীর ইউএনও ও নির্বাহী হাকিম শরীফ হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে আজ শনিবার রাতে বলেন, পরিবেশ ধ্বংসকারী অবৈধ বালু উত্তোলনকারীদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ১:৫৩ অপরাহ্ণ | এপ্রিল ০৯, ২০১৭