| ভোর ৫:৫৫ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা

নিজস্ব প্রতিবেদকঃ   ভূমি সেবা সহজীকরন ও জনসচেতনা বৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়ে বিভাগীয় শহর ময়মনসিংহে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে ভূমি সেবা সপ্তাহ পালন করা হয়েছে।

 

নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন.দাখিল সংগ্রহ করে জমির মালিকানা ঠিক রাখুন এই শ্লোগানে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়।

 

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফ আহমেদ খান ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আব্দুল লতিফের নেতৃত্বে র‌্যালিটি বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

পরে সেখানে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি ও আলোচনা সভায় সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৬:৫৮ অপরাহ্ণ | এপ্রিল ০১, ২০১৭