| দুপুর ১:০৫ - রবিবার - ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে নারীদের বিনামূল্যে আবাসিক প্রশিক্ষনের সুযোগ

লোক লোকান্তরঃ   মহিলা বিষয়ক অধিদপ্তর, ময়মনসিংহ-এর অধীনে বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রে দুইটি ট্রেডে নারীদের সম্পূর্ণ বিনামূল্যে আবাসিক প্রশিক্ষণ দেয়া হবে।

 

বিউটিফিকেশন বিষয়ে ২৫জন এবং হাউজ কিপিং অ্যান্ড কেয়ার গিভিং বিষয়ে ২৫জনসহ মোট ৫০ জন নারী এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ৩ মাস।

 

যোগ্যতা:
প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে চাইলে কমপক্ষে জেএসসি পাস হতে হবে। বয়স হতে হবে ১৬ থেকে ৩৫ বছরের মধ্যে। কোন ছোঁয়াচে, সংক্রামক রোগে আক্রান্ত হলে বা অন্তঃসত্ত্বা নারীদের আবেদনের প্রয়োজন নেই।

 

আবেদনের নিয়ম:
আগ্রহীরা সাদা কাগজে নিজের নাম, পিতা/ স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা,  মোবাইল নম্বর লিখে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং নাগরিকত্ব সনদপত্রসহ লিখিত পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে। বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল সকাল সাড়ে ১০টায়।

বিস্তারিত জানার জন্য ০১৯৮৭৯২০৪৬৮, ০১৭১৮৫৯২৯৪৬ বা ০১৭৪১২০১৮৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।

সর্বশেষ আপডেটঃ ৮:১৭ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০১৭