| ভোর ৫:৪৬ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ করা হচ্ছে

লোক লোকান্তরঃ  ময়মনসিংহে বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালবাসায় স্মরণ করা হচ্ছে মাতৃভাষার জন্য আত্মত্যাগকারী ভাষাশহীদদের।

 

সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে নগরীর টাউন হল এলাকার শহীদ মিনারে প্রথমেই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধয় পুস্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এরপর পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান ও জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।

 

এরপর থেকে একে একে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান প্রমুখ।

 

এর আগে, একুশে ফেব্রুয়ারিতে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোকে উপলক্ষ করে মেয়র মো. ইকরামুল হক টিটু’র উদ্যোগে নগরীর টাউন হল শহীদ মিনার এলাকাজুড়ে সাজসজ্জার কাজ শেষ করেছে ময়মনসিংহ পৌরসভা।

 

ছবিঃ  পুস্পস্তবক অর্পণ করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন /লোক লোকান্তর

সর্বশেষ আপডেটঃ ৪:৫২ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ২১, ২০১৭