| সন্ধ্যা ৬:১৬ - রবিবার - ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

এখন থেকে ফেসবুকেই চাকরির আবেদন

লোক লোকান্তরঃ  ব্যবসা এবং চাকরিভিত্তিক সোশ্যাল সাইট লিঙ্কডইনের সঙ্গে পাল্লা দিতে ফেসবুক তাদের প্ল্যাটফর্মে নতুন সুবিধা যোগ করলো। এই ফিচারে ব্যবহারকারী ফেসবুক থেকেই চাকরির আবেদন পোস্ট করতে পারবেন।

তবে বর্তমানে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার ফেসবুক ব্যবহারকারীদের জন্য এই সুবিধা যুক্ত করা হয়েছে।

ফেসবুকের নির্বাহী অ্যান্ড্রিউ বসওয়ার্থ ম্যাশেবলে বলেন, ব্যবহারকারীরা এখন শুধু কয়েকটি বাটনে ট্যাপ করেই তাদের চাকরির আবেদন পোস্ট করতে পারবেন।

ব্যবহারকারীরা ফেসবুক.কম/জবস এ গিয়ে চাকরির তালিকা দেখে নিতে পারবেন। আর এখান থেকে বিভিন্ন ক্যাটাগরির জব ফিলটার করে নেওয়া যাবে। ব্যবসা প্রতিষ্ঠান এবং চাকরি প্রার্থীরা ইতোমধ্যে ফেসবুকের সাহায্য নিয়ে আসছে। তবে এবার এই প্রক্রিয়াটি আরও সহজ করা হল। ফলে ‘অ্যাপ্লাই নাউ’ বাটনে ক্লিক করেই ফেসবুক থেকে সরাসরি ব্যবহারকারিরা চাকরি আবেদন  করতে পারবে।

তবে আবেদনকারীরা এক্ষেত্রে আবেদন সাবমিট করার আগে কোনো কিছু যুক্ত করা, এডিট করা এবং রিভিউ করার সুযোগও পাবেন।

সূত্র: ম্যাশেবল

সর্বশেষ আপডেটঃ ১:০৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৬, ২০১৭