| ভোর ৫:৪৩ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহের সকল পুকুর দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ    ময়মনসিংহের জর্জকোর্টের পরিত্যক্ত রেকর্ডরুমের সামনের পুকুরসহ (বেসরকারি ল্যাবরেটরি স্কুলের সামনে) শহর ও জেলার সকল পুকুর দখলমুক্ত এবং পুণ:খনন করে পরিবেশ-ঐতিহ্য রক্ষার দাবিতে মানববন্ধন, সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন।

 

সোমবার দুপুরে শহরের ল্যাবরেটরী স্কুল সংলগ্ন পুকুরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, সিপিবি সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন, এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সাংবাদিক প্রদীপ ভৌমিক, মীর গোলাম মোস্তফা, নিয়ামুল কবীর সজল, এডভোকেট মোখলেছুর রহমান কেনান প্রমুখ।

 

মানববন্ধন কর্মসূচীতে জেলার সুশীল সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

এসময় বক্তারা বলেন, শিল্প-সাহিত্য, ক্রীড়া, সংস্কৃতি, হাওর-বাওর, জঙ্গল-পাহাড় সমৃদ্ধ প্রকৃতির লীলাভূমি ও পর্যটনের অপার সম্ভাবনাময় ময়মনসিংহ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ময়মনসিংহ জেলা শহর তথা এই শহরের বিভিন্নস্থানে যেমন গোল পুকুরপাড়, জোড় পুকুর, শেরপুকুর, পঁচা পুকুর, আটানি পুকুরসহ নানা জলাশয় রয়েছে।

 

সময়ের ব্যবধানে ইতিমধ্যে বেশ কয়েকটি পুকুর ভরাট হয়ে অবৈধ দখলে চলে গেছে। সম্প্রতি কয়েকদফায় শহরের জর্জকোর্টের পরিত্যক্ত রেকর্ডরুমের সামনের পুকুরটি (বর্তমান বেসরকারি ল্যাবরেটরি স্কুলের সামনে) ভরাট করছে স্কুল কর্তৃপক্ষ। পাশেই ভরাটকৃত জমি চলে গেছে অবৈধ দখলে। এসময় ময়মনসিংহের সকল পুকুর দখলমুক্ত এবং পুণ:খনন করার দাবি জানান তারা।

 

ছবিঃ বর্তমান বেসরকারি ল্যাবরেটরি স্কুলের সামনের পুকুরটির বেশ কিছু অংশ ভরাট হয়ে অবৈধ দখলে চলে গেছে। লোক লোকান্তর

সর্বশেষ আপডেটঃ ৯:৩৪ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ০৭, ২০১৭