| ভোর ৫:১৮ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ৩টি সেতু, নভোথিয়েটার, প্রশস্ত সড়ক সম্বলিত আন্তর্জাতিক মানের নতুন শহর হবে

নিজস্ব প্রতিবেদকঃ   ময়মনসিংহ শহরের পাশে ব্রহ্মপুত্র নদীতীরবর্তী চরাঞ্চলে আন্তর্জাতিক মানের নতুন শহর তৈরীর জন্য ৪হাজার ৩শত একর ভূমি অধিগ্রহণ করা হবে। এজন্য ২৫হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর মাঝে ৫হাজার কোটি টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত চরাঞ্চলবাসীকে পুনর্বাসন করা হবে। বুধবার যুগান্তর পত্রিকার ১৮ তম বর্ষে পদার্পণ উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন।

 

তিনি আরও জানান, ময়মনসিংহ শহরে ব্রহ্মপুত্র নদের ওপর ৩টি সেতু নির্মাণের প্রাথমিক সমীক্ষার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।  এই নতুন শহরে সকল নাগরিক সুবিধা থাকবে। পরিকল্পিত আবাসন ব্যবস্থার পাশাপাশি ৩টি হাসপাতাল, নভোথিয়েটার, স্কুল, কলেজ, লেক, ১৫০ফুট প্রশস্ত সড়ক সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল কার্যালয় স্থাপন করা হবে।

 

এসময় দৈনিক যুগান্তরেরর ১৮ বছরে পর্দাপণ উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনা অনুষ্ঠান ও পরে বর্ণাঢ্য  শোভাযাত্রার মধ্য দিয়ে ময়মনসিংহ স্বজন সমাবেশ আনন্দঘন পরিবেশে দিনটি পালন করা হয়।

 

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনসহ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, নারী নেত্রী বেগম সেলিমা আজাদ পৃথক পৃথকভাবে ফুলের তোড়া দিয়ে দৈনিক যুগান্তরকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান।

 

আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা ও যুগান্তর ব্যুরো প্রধান আতাউল করিম খোকন। অনুষ্ঠান সঞ্চালন করেন যুগান্তরের স্টাফ রির্পোটার অমিত রায়। আলোচনায় অংশ নেন বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাপহ আল মামুন, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগল আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম , জেলা বিএনপির সাধারন সম্পাদক অবু ওয়াহাব আকন্দ, যুগ্ম-সম্পাদক শাহ শিব্বির আহমেদ ভুলু, সিপিবির জেলা সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, পৌর মেয়র ইকরামুল হক টিটু, সদর উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম মোঃ ওযালিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আহমেদ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন,প্রবীণ সাংবাদি জিয়া উদ্দিন আহমেদ, মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের সদস্য।

 

এসময় উপস্থিত ছিলেন সচিব সেলিম সরকার রবার্ট, এডভোকেট শিব্বির আহমেদ লিটন, দৈনিক জাহান সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমীন, দৈনিক স্বদেশ সংবাদের সম্পাদক শ্রী জগদীশ চন্দ্র সরকার, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সম্পাদক মীর গোলাম মোস্তফা, বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, বহুমুখী সাংবাদিক কল্যান সমিতির সভাপতি মোশাররফ হোসেন, রির্পোটার্স ইউনিটির সম্পাদক নেতা সাইফুল ইসলাম,  সংবাদপত্র শিল্প মালিক সমিতির সাধারন সম্পাদক আ,ন,ম ফারুক, অধ্যক্ষ  নীহার রঞ্জন রায়, অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, যুগান্তর স্বজন সমাবেশের আহবায়ক আবু মোঃ সায়েম, এমটিআই এর চেয়ারম্যান মোফাখখার হোসেন খোকন প্রমুখ।

 

আলাচনা শেষে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয় এবং পরে  দুপুরে এক বর্ণাঢ্য  শোভাযাত্র বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

ছবিঃ লোক লোকান্তর

সর্বশেষ আপডেটঃ ২:১৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০২, ২০১৭