| ভোর ৫:৪৪ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে দুটি চিকিৎসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টারঃ  ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাবুগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মমতাজ মেডিকেল হল ও  মির্জা মেডিকেল হল নামের দুটি চিকিৎসা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে।

 

নির্বাহী ম্যাজিঃ ফৌজিয়া সিদ্দিকা, জেলা ড্রাগ সুপার গুলসান জাহান এবং র‌্যাব-১৪ এর  সিনিঃ এএসপি শামীম আরা বেগম, পিপিএম এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

 

আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব-১৪।

 

জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে ভেজাল, মেয়াদ উর্ত্তীণ এবং ফিজিসিয়ান স্যাম্পল ঔষুধ মজুদ রাখা ও বিক্রয় করায় উপজেলার মমতাজ মেডিকেল হল এর মালিক মোঃ হায়দার আলী (৪৫)কে ২৫ হাজার টাকা এবং লাইসেন্স বিহীন ঔষধের দোকান ও ভেজাল, মেয়াদ উর্ত্তীণ ঔষধ মজুদ রাখা ও বিক্রয় করার অপরাধে মির্জা মেডিকেল হল এর মালিক মির্জা মোঃ আবুল কালাম (৪৫)কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উদ্ধারকৃত চার লক্ষ টাকা মুল্যের ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ঔষুধ এবং ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ জন সম্মুখে ধ্বংস করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১:৫০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০২, ২০১৭