| সকাল ৯:৩৯ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা শুরু

স্টাফ রিপোর্টারঃ  ময়মনসিংহ নগরীর কাচারীঘাট নদের পাড়ে মাসব্যাপী ময়মনসিংহ আন্তর্জাতিক শিল্প ও বানিজ্য মেলা শুরু হয়েছে।

 

সোমবার সন্ধ্যায় জেলা, পুলিশ প্রশাসন ও পৌরসভার সহায়তায় দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী ময়মনসিংহ এর আয়োজনে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ জহিরুল হক এ মেলা উদ্বোধন করেন।

 

এ সময় তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। এর পরও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ফলে বাংলাদেশে কোন ধরণের অর্থনৈতিক মন্দা দেখা দেয়নি বরং উন্নয়নের দিকে ক্রমেই এগিয়ে চলছে।

 

আয়োজকদের উদ্দেশ্যে তিনি বলেন, মেলা মানেই এক জায়গায় অনেক পণ্যে সমাহার। এখানে এসে কোন ক্রেতা যেন না ঠকেন সেদিকে খেয়াল রাখতে হবে।

 

চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এস এম বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ আল আমিন, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, পৌর কাউন্সিলর শরাফ উদ্দিন, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মজিবুর রহমান বেলাল, চেম্বার অব কমার্সের সহ সভাপতি আশরাফ হোসাইন।

 

উদ্বোধন শেষে আগত অতিথিরা মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

সর্বশেষ আপডেটঃ ১২:৩৮ অপরাহ্ণ | জানুয়ারি ২৪, ২০১৭