| সকাল ৯:১৩ - শুক্রবার - ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে এক ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা

স্টাফ রিপোর্টারঃ    ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ বাজারের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামক এক ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

জানা যায়, নোংরা ও অপরিষ্কার পরিবেশের পাশাপাশি ভুয়া টেকনিশিয়ান দিয়ে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, ডাক্তারদের নাম ও পদবি ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণা করে আসচ্ছিলো ঐ ডায়াগনস্টিক সেন্টারটি। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রি এজেন্ট এবং পিয়ন কর্তৃক প্যাথলজিকাল পরীক্ষা ও রিপোর্ট প্রস্তুত পর্যন্ত করত লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার।

 

ভ্রাম্যমাণ আদালত এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক মোঃ তুষার কে ১ লক্ষ টাকা জরিমানা করে এবং একইসময় প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেয়া হয়।

সর্বশেষ আপডেটঃ ৪:৫৯ অপরাহ্ণ | জানুয়ারি ১৯, ২০১৭