| রাত ১:০৯ - মঙ্গলবার - ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ খেলার আমন্ত্রণ পেলো বাংলাদেশ

লোক লোকান্তরঃ  চলতি বছরে অনেকটা ব্যস্ত ক্রিকেট সূচির মধ্যে থাকবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই ব্যস্ত সূচির মধ্যে আরও একটি সিরিজ যোগ হতে যাচ্ছে। রোববার সকালে ত্রিদেশীয় সিরিজ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।

 

এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে কারা আমন্ত্রণ জানিয়েছে বা বাকি দুই দল হিসেবে কারা থাকবে সে বিষয়ে কিছুই জানাননি বিসিবি সভাপতি। আপাতত বিষয়টি মৌখিক অবস্থাতেই আছে। আনুষ্ঠানিকভাবে লিখিত আমন্ত্রণ পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান।

 

তবে ত্রিদেশীয় সিরিজের একটা সম্ভাব্য সময় জানানো হয়েছে। জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজটি। বিসিবি সভাপতি বলেন, ‘অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড-এ চারটি দলের মধ্যে যে কোনো দুটি দলের সঙ্গে তৃতীয় দল হিসেবে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। আজ সকালে প্রস্তাব এসেছে। সিরিজটা হবে, আমি নিশ্চিত করে দিয়েছি।’

 

আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে বছরের শেষ পর্যন্ত ঘরের মাঠে এবং বিদেশের মাটিতে বেশকিছু সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত সূচির প্রভাব পড়বে ঘরোয়া ক্রিকেটেও। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পরবর্তী আসরে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। এমনকি প্রিমিয়ার ক্রিকেট লিগে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ আশা করাটা ক্লাবের জন্য ভুল হবে বলে মনে করেন নাজমুল হাসান।

 

এ বিষয়ে বিসিবি সভাপতি বলছেন, ‘চলতি বছরে দেশ ও দেশের বাইরে জাতীয় দলের খেলোয়াড়দের অনেক খেলা আছে। ঘরোয়া ক্রিকেটে তাদের অংশগ্রহণ আশা করাটা ভুল হবে। ক্যালেন্ডার অনুযায়ী লিগ না হওয়ার কারণ দেখি না। যদি বসে থাকতে চাই তখনই কিন্তু ক্যালেন্ডার ঠিক থাকবে না।’

 

প্রিমিয়ার লিগের দল বাছাই পদ্ধতিতে পরিবর্তন আসবে বলে জানান নাজমুল হাসান। গতবারের মতো এবার আর প্লেয়ার বাই চয়েজ পদ্ধতি থাকছে না। ক্রিকেটারদের মতো এই নিয়মটা বিসিবি সভাপতিরও পছন্দ নয়, ‘গতবারই প্লেয়ার বাই চয়েজ পদ্ধতির পক্ষে ছিলাম না। এটার পক্ষে আমি না। আগে যেভাবে খেলোয়াড় নিতো ক্লাবগুলো ওভাবেই নেবে।’

সর্বশেষ আপডেটঃ ১০:৪২ পূর্বাহ্ণ | জানুয়ারি ১০, ২০১৭