| ভোর ৫:২৩ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আনন্দ মোহন কলেজে একশত শয্যার নতুন ছাত্রী নিবাস উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ  ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে নবনির্মিত ‘বেগম নাফিসা ইসলাম’ নামক ছাত্রী নিবাস উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার দুপুরে জনপশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কলেজে নবনির্মিত এই ছাত্রী নিবাস উদ্বোধন করেন।

 

আনন্দ মোহন সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসের পাশে ৪তলা বিশিষ্ট ‘বেগম নাফিসা ইসলাম’ নামে একশত শয্যার ছাত্রী নিবাস তৈরি করা হয়েছে। এতে খরচ হয়েছে ৫ কোটি ৬ লাখ টাকা। একই সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাস্ত সহচর শহীদ সৈয়দ নজরুল ইসলামের ব্যবহৃত চেয়ারটি সংরক্ষণের লক্ষ্যে স্মৃতিফলক উন্মোচন করা হয়।

 

এসময় নাজিম উদ্দিন আহমেদ এমপি, অধ্যক্ষ মো. জাকির হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ পৌর মেয়র ইকরামূল হক টিটু, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামূল আলম, জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, শহীদ সৈয়দ নজরুল ইসলামের সহধর্মিণী ও সৈয়দ আশরাফুল ইসলামের মাতা বেগম নাফিসা ইসলামের নামে আনন্দ মোহন সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে নবনির্মিত ছাত্রী নিবাসের নামকরন করা হয়েছে।

 

সর্বশেষ আপডেটঃ ৭:৩৬ পূর্বাহ্ণ | জানুয়ারি ০৮, ২০১৭