| রাত ১:২৪ - মঙ্গলবার - ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভারতের কারাগারে দুই দিন যাবত অনশন করছে ৪ বাংলাদেশি

লোক লোকান্তরঃ  ভারতের রাজস্থানের আলওয়ার কারাগারের ডিটেনশন সেন্টারে গত দুই দিন ধরে অনশন করছেন ৪ বাংলাদেশি। কারাগারে সাজাভোগের মেয়াদ শেষ হলেও মুক্তি না পাওয়ায় তাদের এই অনশন। তাদের সঙ্গে মুক্তির দাবিতে অনশন করছেন ৫ জন পাকিস্তানিও।

 

তবে কারা কর্তৃপক্ষ বলছে, ৪ বাংলাদেশি ও ৫ পাকিস্তানিকে তারা অবৈধভাবে আটকে রাখেননি। সাজা শেষ হওয়ায় ভারত সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি ও কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলেই সবাইকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

 

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ওই ৯ জনের মুক্তির জন্য ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। সে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আলওয়ার জেলার পুলিশ সুপার রাহুল প্রকাশ।

 

এর অংশ হিসেবে শনিবার ওই নয়জনের মেডিকেল পরীক্ষা শেষ হয়েছে বলেও জানান তিনি।

 

ওই ডিটেনশন সেন্টারে ১৭ জন বিদেশি নাগরিক আটক আছেন। এদের মধ্যে বাংলাদেশি ও পাকিস্তানি ছাড়াও ক্যামেরন, শ্রীলংকা ও ইরানের নাগরিক রয়েছেন। সবারই কারাভোগের মেয়াদ শেষ হওয়ায় তারাও মুক্তির অপেক্ষায় আছেন।

 

সূত্র: ইন্ডিয়া টুডে

সর্বশেষ আপডেটঃ ৬:৫৯ পূর্বাহ্ণ | জানুয়ারি ০৮, ২০১৭