| সকাল ৬:০০ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ থেকে চোরাই কাঠ নিয়ে যাওয়ার সময় আটক ২

ফাহিম মোঃ শাকিলঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে চোরাই কাঠ নিয়ে যাওয়ার সময় মোঃ দুলাল হোসেন খান(৫০) ও মোঃ রাজু মিয়া (৩৮) নামের ২ জনকে আটক করেছে আর্মড পুলিশ (এপিবিএন-২)। এসময় চোরাই কাঠ পরিবহনে ব্যবহৃত ট্রাক (রেজিস্ট্রেশন নং-টাঙ্গাইল-ট-০২-০২২৩) ও পাঁচ লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে।

 

শনিবার ভোর ৫ টার দিকে টাঙ্গাইল জেলার মধুপুর এলাকা থেকে চোরাই কাঠসহ আই দুজনকে আটক করা হয়।

 

জানা যায়, চোরাই কাঠ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার গারোবাজার সংলগ্ন চাপড়ী এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাকসহ  দুলাল ও রাজুকে আটক করে এপিবিএন-২ এর অপারেশন টিম।

 

এপিবিএন-২ এর ওসি (অপারেশন) মোঃ কাইয়ুম জানান, আসামীরা ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা এলাকা হতে চোরাই কাঠ সংগ্রহ করে মধুপুরে নিয়ে আসিতেছিলো। ট্রাকে ৩৫০ সেফটি’র চোরাই গর্জন কাঠ রয়েছে। যার মূল্য পাঁচ লক্ষ টাকা বলে আসামীরা স্বীকারক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে মুধুপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ আপডেটঃ ৪:২০ অপরাহ্ণ | জানুয়ারি ০৭, ২০১৭