| বিকাল ৩:৫১ - শুক্রবার - ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে’তে পাখি মেলা ৬ জানুয়ারি

লোক লোকান্তরঃ   প্রতিবছরের ন্যায় এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ‘তে পাখি সংরক্ষণে গণসচেতনা বাড়ানোর লক্ষ্যে আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ১৬তম ‘পাখি মেলা ২০১৬’।

 

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে ‘পাখি মেলা ২০১৬’ উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

 

বুধবার (২০ ডিসেম্বর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আহ্বায়ক ও প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুল হাসান।

 

এবারের মেলায় থাকছে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের পাখিবিষয়ক কুইজ, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা। সবশেষে থাকবে পুরস্কার বিতারণী অনুষ্ঠান।

 

মেলার আহ্বায়ক ড. কামরুল হাসান বলেন, “আমাদের এই পাখি মেলার উদ্দেশ্য হলো পাখি সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করা। আমরা সবাই মিলে যদি পাখি ও প্রাণী জগতের প্রতি সদয় ও যত্নবান হই, তাহলে আমাদের পবিবেশের ভরসাম্য ঠিক থাকবে।”

সর্বশেষ আপডেটঃ ১১:২১ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২২, ২০১৬