| সকাল ৮:৫৬ - শুক্রবার - ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করায় অর্থদন্ড

মিছবাহ উদ্দিন মানিক, হোসেনপুরঃ   ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদন্ড প্রাপ্ত জহিরুল ইসলাম হোসেনপুর উপজেলার বীরকাটিহারী গ্রামের শফিকুল ইসলামের পুত্র।

 

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সোহানা নাসরিন এই অর্থদন্ড প্রদান করেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বীরকাটিহারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সোহানা নাসরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় থেকে বালু উত্তোলন করার দায়ে জহিরুল ইসলামকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা-১৫ মোতাবেক  ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন হোসেনপুর থানার উপ- পরিদর্শক (এস.আই) হাবিবুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

 

ছবিঃ ব্রহ্মপুত্র নদ

সর্বশেষ আপডেটঃ ১:৫০ অপরাহ্ণ | ডিসেম্বর ২১, ২০১৬