| সকাল ১০:৪১ - শুক্রবার - ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ  রাজাকার ও আলবদর এবং জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে আজ শুক্রবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

 

দিবসের প্রথম  প্রহরে ময়মনসিংহ পাট গুদাম ব্রীজ মোড়ে পুরাতন বহ্মপুত্র নদের তীরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি.এম.সালেহ উদ্দিন ও রেঞ্জ ডিআই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুষ্পার্ঘ্য অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে পর্যায়ক্রমে জেলা প্রশাসক খলিলুর রহমান,পুলিশ সুপার,সৈয়দ নূরুল ইসলাম,  জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, পৌর মেয়র ইকরামুল হক টিটু আওয়ামীলীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, সিপিবি, জাসদ, বাসদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

 

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান রাজাকার,আলবদর,জঙ্গী ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে  দলীয় নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান।

 

বিজয়ের ইতিহাস অবিস্মরনীয় এক চিরন্তন গৌরব গাঁথা মহোত্তম অর্জন,যাদের আত্মোৎসর্গে আমাদের লাল-সবুজ পতাকা,সেই বীর মুক্তিযোদ্ধাদের আত্মা ও তাদের পরিবার বর্গের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন এবং একটি সুখী সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রক্তন্সাত স্বাধীনতাকে সমুন্নত রাখা ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মনোজগতের গভীরে প্রোথিত করার মানসে আজ শুক্রবার সকালে ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত কুচ কাওয়াজে সালাম গ্রহণ করেন বিভাগের বিভাগীয় কমিশনার কৃষিবিদ জি.এম.সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন,জেলা প্রশাসক কৃষিবিদ খলিলুর রহমান ও  পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম ।পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শনে অংশ গ্রহন করেন।

 

এছাড়া দিবসটি উপলক্ষে রাইফেলস ক্লাবে শুটিং প্রতিযোগিতা, জিমনেসিয়ামে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেটঃ ৩:২৩ অপরাহ্ণ | ডিসেম্বর ১৬, ২০১৬