| রাত ৯:৩৮ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ মুক্তদিবসে ‘একাত্তরের খান’ নাটক মঞ্চায়িত

লোক লোকান্তরঃ  ময়মনসিংহ মুক্ত দিবস এবং বিজয় দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। যার অংশ হিসেবে দ্বিতীয় দিনে ‘একাত্তরের খান’ নাটক মঞ্চায়িত হয়েছে।

 

রবিবার ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকায় মুক্ত মঞ্চে এই নাটক মঞ্চায়িত হয়।

 

মুক্তিযোদ্ধা সংসদ, ময়মনসিংহ জেলা কমান্ড কর্তৃক অায়োজিত অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ মঞ্চায়িত করে এই নাটক। ‘একাত্তরের খান’ নাটকটি শিক্ষাদানের নামে মোনেম খানকে শহীদ হিসেবে প্রচারের প্রতিবাদে রচিত নাটক।

 

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন; রিপন, অারমান, অাবির, সিয়াম, সোহান, রুহুল ও মোফাজ্জল।

সর্বশেষ আপডেটঃ ১১:১৭ অপরাহ্ণ | ডিসেম্বর ১২, ২০১৬