| ভোর ৫:৪৮ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে একটি ক্লিনিককে ১ লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ   ময়মনসিংহে নগরীর চরপারা এলাকার নিউ প্রাইম জেনারেল হাসপাতাল নামক এক প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন এই অভিযান পরিচালনা করেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ডাক্তার ও নার্সদের সার্টিফিকেট না থাকা, অপরিষ্কার-অপরিচ্ছন্নতা, মেয়াদোত্তীর্ণ ও সরকারি ঔষধ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে ক্লিনিক কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম খাঁনকে একলাখ টাকা জরিমানা করা হয়।

 

অভিযানকালে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৪:০১ অপরাহ্ণ | ডিসেম্বর ১১, ২০১৬