| সন্ধ্যা ৭:০১ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

‘বিভাগ চাই, উচ্ছেদ চাই না’

লোক লোকান্তরঃ   ‘বিভাগ চাই, উচ্ছেদ চাই না’, ‘বসতভিটা ও কৃষিজমি অধিগ্রহণ চলবে না, চলবে না’ এসব স্লোগান দিয়ে কয়েক হাজার লোকজন বিক্ষোভ মিছিল করেছে। নবগঠিত ময়মনসিংহ বিভাগের প্রশাসনিক কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য বসতবাড়ি ও ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ করেছে চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ।

 

বৃহস্পতিবার বিকেলে শহরের উপকণ্ঠে ব্রহ্মপুত্র নদের তীরে তারা বিক্ষোভ সমাবেশ করে।

 

চরঈশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান গণির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- চরঈশ্বদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল আলম জাহাঙ্গীর, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মোশাররফ হোসেন বাচ্চু, স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিন মোস্তফা ও মোহাম্মদ শহীদুল্লাহ, জাতীয় পার্টির নেতা আবুল কালাম ও সাদিকুল ইসলাম সবুজ, ডা. হারুনুর রশিদ, চরগোবিন্দপুরের স্বপন সরকার, গোলাম মোস্তফা, হোসাইন নুর আনীর প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, বসতবাড়ি রক্ষায় জীবন দেবেন। তবু বাপদাদার ভিটা ছাড়বেন না। তারা উন্নয়নের পক্ষে। তারা আগের নকশা বহাল রেখে ময়মনসিংহ শহর গড়ার দাবি জানান।

 

ছবিঃ সংগৃহীত

সর্বশেষ আপডেটঃ ২:০০ পূর্বাহ্ণ | নভেম্বর ১৮, ২০১৬