| রাত ১০:৫২ - শুক্রবার - ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদকের গ্রাস থেকে মুক্ত হবে

এইচ.এম জোবায়ের হোসাইন, ত্রিশালঃ    ময়মনসিংহ বিভাগের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকের গ্রাস থেকে মুক্ত রাখতে হবে। সন্ত্রাসবাদ জঙ্গীবাদ প্রতিরোধে খেলা ধুলা অগ্রনী ভুমিকা পালন করে।

 

গতকাল শনিবার ময়মনসিংহের ত্রিশালে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

 

স্থানীয় নজরুল একাডেমী মাঠে অনুষ্ঠিত খেলার পর পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা নির্বাহী  কর্মকর্তা আবু জাফর রিপন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন  সাধারন সম্পাদক  নবী নেওয়াজ সরকার, সাবেক আওয়ামীলীগ সভঅপতি আনোয়ার হোসেন আকন্দ প্রমূখ।

 

মেয়র গোল্ডকাপ খেলার প্রথম সেমিফাইনাল খেলায় ৪নং ওয়ার্ড ট্রাইব্রেকারে গোল করে ফাইনাল নিশ্চিত করে ৮নং ওয়ার্ড।

সর্বশেষ আপডেটঃ ২:৫৪ অপরাহ্ণ | নভেম্বর ১৩, ২০১৬