| সকাল ৮:৫৯ - শুক্রবার - ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

‘আমি এরকম দলে অধিনায়কত্ব করতে পছন্দ করি’

লোক লোকান্তরঃ   বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর  আগের আসরে বরিশাল বুলসের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এবারের আসরে দল পরিবর্তন করে যোগ দিয়েছেন নতুন দল খুলনা টাইটান্সে। বিপিএলের চতুর্থ আসরে নতুন এই দলের অধিনায়কের দায়িত্বেও থাকবেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

 

বুধবার দুপুর দুইটায় রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু হবে মাহমুদুল্লাহদের। প্রথম ম্যাচের আগে দল নিয়ে সন্তষ্টির কথাই জানালেন খুলনার অধিনায়ক। এমনকি এখন পর্যন্ত দলে কোনো দুর্বল জায়গাও চোখে পড়েনি তার।

 

রিয়াদ ছাড়াও খুলনা টাইটান্স এই আসরে দলে ভিড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার লেন্ডল সিমন্সকে। আছেন কেভন কুপার, রিকি উইসেলস, জুনায়েদ খান, বেন লাফলিন, আন্দ্রে ফ্লেচাররা। এছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে থেকে আছেন আব্দুল মজিদ, অলক কাপালি, মোশারফ রুবেল, শুভাগত হোমরা।

 

খুব বেশি বেশি তারকা বহুল খেলোয়াড় এই দলে না থাকলেও বিপিএলের চতুর্থ আসরে ভারসাম্যপূর্ণ দলই গড়েছে খুলনা। আর এমন দলকে নেতৃত্ব দিতেই বেশি উপভোগ করেন মাহমুদুল্লাহ রিয়াদ।

 

রিয়াদ বললেন, ‘আমি এরকম দলে অধিনায়কত্ব করতে পছন্দ করি। ঢাকা, চিটাগং, কুমিল্লা দলে বড় বড় নাম আছে। আরও বড় বড় খেলোয়াড় আছে। আমি গত বছরই এটা ফিল করেছি,‘ইফ ইউ পারফর্ম এন দ্যা পার্টিকুলার ডে নো বডি উইল বিট ইউ’। আমার এটাই লক্ষ্য থাকে। চেষ্টা করব এভাবেই যেন টুর্নামেন্টে এগুতে পারি।’

 

গেল আসরে একটুর জন্য ছোঁয়া হয়নি শিরোপা। তবে এবার শিরোপা জয়ের আশাতেই মাহমুদউল্লাহ। আর এর জন্য তাকিয়ে রয়েছেন দলগত পারফরম্যান্সের দিকে, ‘এটা একটা ভালো চ্যালেঞ্জ। আমাদের দলে ওরকম বড় নাম নেই। কিন্তু দিন শেষে পারফরম্যান্সই কথা বলবে। আমরা যদি দল হিসেবে ভালো করতে পারি, অলরাউন্ড স্কিল গুলো শো করতে পারি, আশা করতে পারি এবারও ভালো কিছুর সম্ভাবনা থাকবে।’

 

ঘরোয়া লিগেও অধিনায়কত্ব করেছেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম আসরে ওয়ালটন সেন্ট্রাল জোন চ্যাম্পিয়ন হয়েছিল তার হাত ধরেই। এরপর ঢাকা প্রিমিয়ার লিগেও ২০১৩ সালে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় গাজী ট্যাংক ক্রিকেটার

 

বললেন, ‘ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করা তখনই সহজ হয় যখন আপনার খেলোয়াড়রা পারফর্ম করবে। এই বিশ্বাসটা যদি আপনি খেলোয়াড়দের দিতে পারেন, স্বাধীনতা দেওয়াটাও গুরুত্বপূর্ণ। এ জিনিসটা আমি সব সময় বিশ্বাস করি। আমি চাই আমার ক্রিকেটাররা সব সময় এটা বিশ্বাস করেই খেলুক। হ্যাপি ড্রেসিং রুম যেরকম চায় সেরকম।’

 

ছবিঃ বিবিসি

সর্বশেষ আপডেটঃ ১০:৫০ পূর্বাহ্ণ | নভেম্বর ০৯, ২০১৬