| দুপুর ২:০৯ - বুধবার - ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

মার্কিন নির্বাচন ফলাফলে : হিলারি ১৯০, ট্রাম্প ১৭২

লোক লোকান্তরঃ   মার্কিন নির্বাচন এ চলছে ভোট গণনা। নির্বাচনে জিততে হলে একজন প্রার্থীকে ৫৩৮টি ‘ইলেকটোরাল কলেজ ভোট’-এর মধ্যে ২৭০টি পেতে হবে। ইতোমধ্যে আসতে শুরু করেছে ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফল।

 

বিবিসি জানিয়েছে, এখনও পর্যন্ত পাওয়া ফলাফলে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন জিতেছেন ১৯০টি ইলেকটোরাল ভোট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতেছেন ১৭২টি।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজ আনুষ্ঠানিক কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করে। কোন প্রার্থী কত বেশি ভোট পেলেন তার চেয়ে জরুরি হলো কে কতটা ইলেক্টোরাল ভোট পেলেন তা। ৫৩৮ জন ইলেক্টরের সমন্বয়ে ইলেক্টোরাল কলেজ গঠিত। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে তারমধ্যে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়। বিভিন্ন স্টেটে ইলেক্টরের সংখ্যা বিভিন্ন রকম। নির্বাচনের দিন মার্কিনিরা যখন ভোট দেন তখন তারা মূলত প্রার্থীদের ইলেকটরদেরকে বাছাই করেন। দুটি ছাড়া বাকি ৪৮টি অঙ্গরাজ্যে ‘উইনার-টেক-অল’ সিস্টেম চালু রয়েছে। এর আওতায় জয়ী প্রার্থীকে ওই অঙ্গরাজ্যের সব ইলেকটর দিয়ে দেওয়া হয়। তবে নেবরাস্কা ও মেইন অঙ্গরাজ্য দুটি এক্ষেত্রে আলাদা। এ দুটি অঙ্গরাজ্যের ক্ষেত্রে প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যানুপাতে ইলেকটোরাল ভোট ভাগ করা হয়।

 

কোন অঙ্গরাজ্যে কতো ইলেকটোরাল ভোট:

আলবামা-৯, আলাস্কা-৩, আরিজোনা-১১, আরকানসাস-৬, ক্যালিফোর্নিয়া-৫৫, কলোরাডো-৯, কানেক্টিকাট-৭, ডেলাওয়ের-৩, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া-৩, ফ্লোরিডা-২৯, জর্জিয়া-১৬, হাওয়াই-৪, ইডাহো-৪, ইলিনয়-২০, ইন্ডিয়ানা-১১, আইওয়া-৬, কানসাস-৬, কেন্টাকি-৮, লুইজিয়ানা-৮, মাইনে-৪, ম্যারিল্যান্ড-১০, ম্যাসাচুসেটস-১১, মিশিগান-১৬, মিনেসোটা-১০, মিসিসিপি-৬, মিসৌরি-১০, মনটানা-৩, নেব্রাস্কা-৫, নেভাদা-৬, নিউ হ্যাম্পশায়ার-৪, নিউজার্সি-১৪, নিউ মেক্সিকো-১৪, নিউইয়র্ক-২৯, নর্থ ক্যারোলিনা-১৫, নর্থ ডাকোটা-৩, ওহাইও-১৮, ওকলাহোমা-৭, অরেগন-৭, পেনসিলভানিয়া-২০, রোডে আইল্যান্ড-৪, সাউথ ক্যারোলিনা-৯, সাউথ ডাকোটা-৩, টেনেসে-১১, টেক্সাস-৩৮, উতাহ-৬, ভারমন্ট-৩, ভার্জিনিয়া-১৩, ওয়াশিংটন-১২, ওয়েস্ট ভার্জিনিয়া-৫, উইকনসিন এবং উইয়োমিং-৩।

সর্বশেষ আপডেটঃ ১০:২০ পূর্বাহ্ণ | নভেম্বর ০৯, ২০১৬