| রাত ১:৩৪ - সোমবার - ২১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীয়া কলেজ সরকারি করণের দাবীতে সকাল-সন্ধ্যা অবরোধ

ফুলবাড়ীয়া ব্যুরো অফিস : ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ জাতয়ীকরণের দাবিতে অব্যাহত আন্দোলনের অংশ হিসেবে শনিবার সকাল-সন্ধ্যা অবরোধ পালিত হয়েছে। ফুলবাড়ীয়ার বিভিন্ন মোড়ে আন্দোলনকারীরা শিক্ষকদের নেতৃত্বে এই অবরোধ পালন করে।

 

ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কে সকল প্রকার যানবাহন, রিক্সা, ভ্যান, মোটর বাইক চলাচল বন্ধ ছিল। শনিবার সকাল ৮টায় আন্ধারিয়াপাড়া মারকাজে আখেরী মোনাজাতের মাধ্যমে ৩দিনব্যাপী ইজতেমা শেষ হলে হাজার হাজার মানুষ বিপাকে পড়ে তারা গাড়ী না পেয়ে পায়ে হেঁটে বাড়ীর উদ্দেশ্যে যাত্রা করে। প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

 

আন্দোলনকারীরা জানিয়েছেন অবরোধ চলাকালে ফায়ার সার্ভিসের গাড়ী, রোগিবাহী (এম্বুলেন্স) গাড়ী, খাবার ও ঔষধের দোকান, জেএসসি, জেডিসি পরীক্ষার্থী বহনকারী যানবাহন অবরোধের আওতামুক্ত রয়েছে। একই দাবীতে আগামীকাল রবিবারও সকাল-সন্ধ্যা অবরোধ চলবে।

 

ছবিঃ লোক লোকান্তর

সর্বশেষ আপডেটঃ ৭:১৪ অপরাহ্ণ | নভেম্বর ০৫, ২০১৬