| ভোর ৫:৩৯ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ লোকাল গাইডস এর মিটআপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ    গুগল ময়মনসিংহ লোকাল গাইডস এর আয়োজনে নব গঠিত বিভাগীয় শহর ময়মনসিংহে অনুষ্ঠিত হল মিটআপ ও ম্যাপ এডিটিং বিষয়ক এক কর্মশালা।

 

আজ ৪ নভেম্বর শুক্রবার জয়নুল আবেদিন সংগ্রহশালার অডিটোরিয়ামে বিকেলে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

 

কর্মশালায় সঞ্চালক ভুমিকায় ছিলেন ‘ময়মনসিংহ লোকাল গাইডস” এর মডারেটর পাভেল সারওয়ার। এছাড়া সুমাইয়া জাফরিন চৌধুরী, জিডিজি বাংলা’র তিতাস আহমেদ, সফটেক-আইটি’র সানামুল মউলা সুফিয়ান, সফটএভার এর আরাফাত রহমান প্রমুখ।

 

কর্মশালায় আগত সবার কাছে  গুগল লোকাল গাইডস এর বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এছাড়াও গুগল ম্যাপ এ প্লেস সংযুক্ত করা, ম্যাপ এডিট করা ও লোকাল গাইডস কানেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এই কর্মশালায়।

 

বক্তারা বলেন,  ময়মনসিংহের পর্যটন স্থান গুলোকে সারা বিশ্বে তুলে ধরতেই এই আয়োজন। পাশাপাশি এই মিটাআপ এর মধ্য দিয়ে কিছু নতুন ম্যাপার খুজে পাব আমরা। যারা গুগল লোকাল গাইডস হিসেবে ময়মনসিংহকে বিশ্বে তুলে ধরবে।

 

কর্মশালার প্রতিটি বিষয় নিয়ে আলোচনার পর ঐ বিষয়ের উপর প্রশ্ন করা হয় এবং সঠিক উত্তরদাতাকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি এই মিটাআপে লোকাল গাইডস কানেক্ট নিয়েও আলোচনা করা হয়েছে।

 

ছবিঃ লোক লোকান্তর

সর্বশেষ আপডেটঃ ১১:০৫ অপরাহ্ণ | নভেম্বর ০৪, ২০১৬