| রাত ১:৩৫ - সোমবার - ২১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীয়া কলেজ জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ

ফুলবাড়ীয়া ব্যুরোঃ   ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় কলেজ জাতয়ীকরণের দাবিতে ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় দু’পার্শ্বের যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

মঙ্গলবার দুপুর দেড়টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ছাত্ররা রাস্তায় কাঠ ফেলে অবরোধ করে।

 

জানা যায়, কলেজ জাতয়ীকরণের দাবিতে অব্যাহত আন্দোলনের অংশ হিসেবে উপজেলার লক্ষীপুর, দশমাইল, উত্তর জোরবাড়ীয়া, বরুকা বাজার, বিদ্যানন্দ বাজার, ছনকান্দা মিলন বাজারে ছাত্ররা রাস্তায় কাঠ ফেলে বাঁধার সৃষ্টি করে। ফলে বিপাকে পড়ে সকল শ্রেণীর মানুষ।
যাতায়াত কমে যায় ঐসব রাস্তায়। যেসব রাস্তায় যানবাহন থাকার কথা ঐসব রাস্তা ফাঁকা পেয়ে অনেকেই ক্রিকেট খেলা শুরু করে আর শিক্ষক-শিক্ষার্থীদের রাস্তায় বসে বাদাম হাতে পাওয়া যায়। চলতে থাকে প্রতিবাদ সভা। ফলে পরিবহন না পেয়ে বেশি দূর্ভোগে পড়ে বয়জেষ্ঠ মুরব্বী ও শিশুরা।

 

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম আবুল হাশেম জানান, জেএসসি ও জেডিসি পরীক্ষা শেষ হওয়ার আধঘন্টা অর্থাৎ দুপুর দেড়ট হতে বুধবারও সড়ক অবরোধ চলবে। তবে কতদিন চলেব এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবেশ-পরিস্থিতির উপর নির্ভর করবে অবরোধের সময়সীমা।

সর্বশেষ আপডেটঃ ১০:২০ অপরাহ্ণ | নভেম্বর ০১, ২০১৬