| রাত ১:৪৩ - সোমবার - ২১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীয়াতে আওয়ামীলীগের প্রার্থী বিজয়ী : জাল ভোটের অভিযোগে ২জনের কারাদন্ড

ফুলবাড়ীয়া ব্যুরোঃ   ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সালিনা চৌধুরী (সুষমা) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ফুলবাড়ীয়া উপজেলায় এই প্রথম কোন নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন। ৯টি কেন্দ্রে তিনি সর্বমোট ৯হাজার ৭শত ১৪ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শাহজাহান সিরাজ সাজু (আনারস) পেয়েছে ৭৪০ভোট। রির্টানিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচিত নারী ইউপি চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার।

 

অপরদিকে ৩নং কুশমাইল ইউনিয়নের স্থগিত কেন্দ্রে ভোট গনণা শেষে নৌকা মো. শামছুল হক ৫হাজার ৪শ ৫৩ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি এম এ জব্বার (চশমা) পেয়েছেন ৫হাজার ২৭ভোট। মো. শামছুল হক কে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রির্টানিং অফিসার ডা. মো. আব্দুল মান্নান।

 

কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ এনে রাঙ্গামাটিয়া ইউনিয়নের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বারিকুল ইসলাম (স্বপন তালুদার) লাঙ্গল আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জন করার ঘোষণা দেন। একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান সিরাজ সাজু (আনারস) ভোট শুরু হওয়ার এক ঘন্টার পরই নির্বাচন বয়কট করেন তাঁর ছোট ভাই জানিয়েছেন।

 

অপরদিকে উপজেলার ৩নং কুশমাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্থগিত কেন্দ্রের ভোট গ্রহন বয়কট করেছেন আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম এ জব্বার (চশমা)। দুপুর ২.৩০মিনিটে তাঁর এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেয়ার অভিযোগ এনে নির্বাচন বয়কট করেন তিনি।

 

৮নং রাঙ্গামটিয়া ইউনিয়নের উপ-নির্বাচনে পাহাড় অনন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুরে জালভোটের অভিযোগে নবীতুল্লাহ এর পুত্র ইউছুফ আলী (২৪) ও আব্দুল মুন্নাফের পুত্র ছাইফুল ইসলাম (২৪) কে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া সিদ্দিকা। তাদের বাড়ী পাহাড় অনন্তপুর গ্রামে।

সর্বশেষ আপডেটঃ ৮:৫৯ অপরাহ্ণ | অক্টোবর ৩১, ২০১৬